কলারোয়ার কেঁড়াগাছিতে জামায়াতে ইসলামীর কর্মী বৈঠক অনুষ্ঠিত
কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডে বুধবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মোঃ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমির মোঃ সাবুর আলি। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমাদ আজাদী, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ আসাদুজ্জামান, ওয়ার্ড সভাপতি মোঃ আনছার আলী, আবু বকর সিদ্দিক, মকবুল হোসেন, শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বৈঠকে বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়কে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের আহ্বান জানান।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মী বৈঠকের সমাপ্তি ঘটে।


