সেনাবাহিনী–পুলিশ–প্রশাসনের সমন্বিত টহলে স্বস্তিতে সাধারণ মানুষ
নির্বাচনী নিরাপত্তায় কলারোয়ায় যৌথ বাহিনীর মহড়া
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে বিশেষ যৌথ টহল ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পরিচালিত এই যৌথ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন। সেনাবাহিনীর টিমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আলমগীর হোসেন এবং কলারোয়া থানার পুলিশের টিমের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
দিনব্যাপী এই টহল দলটি উপজেলার সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন সোনাবাড়িয়া, কেড়াগাছি ও লাঙ্গলঝাড়া এলাকার প্রধান সড়ক ও বাজারগুলো প্রদক্ষিণ করে। পরে কলারোয়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যৌথ প্যারেড ও টহল পরিচালনা করা হয়।
এ সময় এস এম সিরাজুস সালেহীন বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।
কলারোয়া থানা ইনচার্জ(ওসি)এইচ এম শাহীন জানান, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি দেখা গেছে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন পর্যন্ত এ ধরনের সমন্বিত নিরাপত্তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।


