ধানদিয়ায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহর নির্বাচনী জনসভা
চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানদিয়া ইউনিয়নের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ধানদিয়া ইউনিয়নের কুটিঘাটা বাজার সংলগ্ন সারসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ধানদিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আঃ রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় গণভোটে ‘হ্যাঁ’ বলতে এবং ইনছাফের প্রতীক দাঁড়ীপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


