সাতক্ষীরায় জামায়াত আমীরের জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগমের আশা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের আল আমিন ট্রাস্টে অবস্থিত জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাংবাদিক সম্মেলনে ডা. শফিকুর রহমানের আসন্ন জনসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত নেতারা।
এ সময় জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, উক্ত জনসভা সফল ও সার্থক করতে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক সমাজ, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। জেলা আমীর আশাবাদ ব্যক্ত করে বলেন, এ জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমাদের প্রত্যাশা।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *