আচরণবিধি লঙ্ঘন: সাতক্ষীরা-১ আসনের বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নির্বাচনী এলাকায় যত্রতত্র ব্যানার-ফেস্টুন টাঙিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপি ও জামায়াত সমর্থিত দুই প্রার্থীকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে এই নোটিশ প্রদান করা হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য এবং সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ (আদালত নং-২) নয়ন বিশ্বাস কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শনকালে এই বিধি লঙ্ঘনের প্রমাণ পান।

অভিযোগে যা বলা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের বিরুদ্ধে প্রতিবেদনে উল্লেখ করা হয়, কলারোয়ার ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে, ট্রাক টার্মিনাল মোড় এবং কলারোয়া উপজেলা মোড়সহ বিভিন্ন স্থানে তার নির্বাচনী ফেস্টুন ও ব্যানার যত্রতত্র গাছের সঙ্গে, বিদ্যুতের খুঁটিতে এবং যানবাহনে সাঁটানো অবস্থায় দেখা গেছে।

অন্যদিকে, জামায়াত প্রার্থীর বিরুদ্ধে প্রতিবেদনে বলা হয়, কলারোয়ার তুলশীডাঙ্গা, হেলাতলা, গোপীনাথপুর মোড় এবং মুরারিকাটি মোড়সহ বিভিন্ন এলাকায় প্রার্থীর নির্বাচনী ফেস্টুন গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সাঁটানো অবস্থায় পাওয়া গেছে।

আইনি ব্যাখ্যা নোটিশে উল্লেখ করা হয়, এই কর্মকাণ্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৭(গ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার (RPO), ১৯৭২-এর আর্টিকেল ৯১এ অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ।

জবাবদানের নির্দেশ আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে না, তা আগামী ২৯ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২:৩০ মিনিটের মধ্যে সশরীরে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত নং-২ এ এই শুনানি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে প্রার্থীদের অনুপস্থিতিতেই আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *