পাটকেলঘাটায় সাতক্ষীরা-১ আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা- ১ (তালা-কলারোয়া) আসনে ১১ দল সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাাহ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
আজ শনিবার বেলা ১১ টা থেকে পাটকেলঘাটা জামায়াত অফিসের সামনে থেকে শুরু করে ওভারব্রীজ,থানা রোড, পাচরাস্তা মোড়, টাওয়ার রোড, পল্লীবিদ্যুত রোড হয়ে বলফিল্ড মোড় হয়ে প্রচারণা শেষ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিজের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগকালে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ ভোটারদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং জামায়াতের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এসময় তার সাথে ছিলেন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যপক গাজী সুজায়েত আলী, বিশিষ্ট আইনজীবী বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, উলামা বিভাগের মাও: রেজাউল করীম, হাফেজ শাহ আলম, ছাত্র নেতা শাওন প্রমুখ।


