জয়নগর ইউনিয়নে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
 
            
                     
                        
       		কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নে নির্মাণ ও ভ্যান শ্রমিকদের নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টায় জয়নগর ইউনিয়নাধীন খোরদো-বাটরা প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে এ নির্মাণ ও ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কলারোয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চল পরিচালক মোঃ গোলাম রসূল।
প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা বিভাগীয় টিম সদস্য মোঃ আজিজুর রহমান।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন
উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা অধ্যক্ষ মু.আশফাকুর রহমান বিপু, সাবেক ইউ.পি চেয়ারম্যান মাস্টার শওকাত আলী, জয়নগর ইউনিয়নের শ্রমিক সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, মোস্তফা গাউসুল আজম প্রমুখ।
শ্রমিক সমাবেশে আলোচক বৃন্দ বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের ফলে আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে দেশের মানুষ। দীর্ঘ ১৫ বছর পর দেশের জনগণ এখন শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে। এই অর্জন ধরে রাখতে আমাদেরকে বিনয়ী হতে হবে, ধৈর্য্য ধারণ করতে হবে। সব শ্রেণিপেশার মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত অসাম্প্রদায়িক চেতনার কল্যাণ রাষ্ট্র গঠনে প্রত্যেক কর্মীকে আদর্শ, ন্যায় পরায়ণ, সততা, সভ্যতা, দক্ষতা অর্জন এবং সাহসিকতার সাথে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে।



 
	