কলারোয়ার ওফাপুরে তাফসিরুল কোরআন মাহফিলে অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ
আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন সচিব অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, এদেশের আলেম সমাজ যদি কুরআনের সঠিক ব্যাখ্যা তুলে ধরেন তবে আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কলারোয়ার যুগিখালী ইউনিয়নের ওফাপুর গ্রামে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা আমানুল্লাহ, সরসকাটি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুজিবুর রহমান।
প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন সুমিষ্টভাষী মাওলানা আইয়ুব আলী আনসারী, বিশেষ আলোচক ছিলেন মাওলানা ইসমাইল হোসাইন সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ বলেন, আল্লাহর জমিনে আল্লার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে সকল ধর্মপ্রাণ মুসলিমদেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকল সৎকাজে সহযোগিতা করতে হবে। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ বির্নিমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রমান করতে সক্ষম হয়েছে এই দেশের মাটি ও মানুষ জামায়াতে ইসলামের কাছে নিরাপদ। সকল অপশক্তির চক্রান্ত মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ ন্যায় ও ইনসাফ এর বাংলাদেশ গড়তে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা কামারুজ্জামান বলেন, তন্ত্র-মন্ত্র কিংবা মতবাদ দিয়ে নয় বরং ইসলামী শাসন ব্যবস্থায় কেবল মাত্র জনগনের ভাগ্য পরিবর্তন করতে পারে।
