রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে জামায়াতের বিক্ষোভ

রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা জামায়াতে ইসলামী। পরে কলারোয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলারোয়া কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলী, মাওলানা সিরাজুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা আব্দুর রকিব, মাওলানা তৌহিদুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *