ঝাউডাঙ্গায় জামায়াতের বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরার ঝাউডাঙ্গায় পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।”

মাহে রমাদানের পবিত্রতা রক্ষা করুন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখুন”— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১লা মার্চ) বিকালে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দান থেকে শুরু করে একটি র‍্যালি ঝাউডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য ও সাবেক চেয়ারম্যান মাওঃ আব্দুল বারী সাহেব, ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেন, মাস্টার আব্দুল ওহাব, মাওঃ মহিদুল ইসলাম, মাওঃ নুরুল বাশার, মোঃ ফারুক হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়াসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রশাসন ও ব্যবসায়ীদের অগ্রণী ভূমিকা এবং রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *