সাতক্ষীরা জেলা যাকাত কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা যাকাত কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২ মার্চ) বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত জেলা প্রশাসক (এলডিডি) মাশরুবা ফেরদৌস , অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার আমির উপাধাক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার ডিডি মোঃ মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সরকারি উচ্চ বিদ্যালয় সরকারি প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যা,র‍্যাব -৬ এর উপ সহকারী পরিচালক রুহুল আমিন, শহর জামাতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন,সদস্য সচিব সোহায়েল মাহাদি, মুখপত্র মোহিনী পারভীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় পবিত্র মাহে রমজান উপলক্ষে যাকাত আদায় ও বন্টনের উপর বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *