কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) বিকাল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কালিগঞ্জ স্টার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনার পর খুলনা নেয়ার পথে মঙ্গলবার (৪ মার্চ) ভোর রাত একটার দিকে মারা যান তিনি।

নিহত ব্যাংক কর্মকর্তার নাম আহসান হাবীব সুমন (৪৫)। তিনি সাতক্ষীরার কালীগঞ্জের নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। সুমন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি কালিগঞ্জ উপশাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, আহছান হাবীব সুমন ব্যাংকের দায়িত্ব পালন শেষে সোমবার (৩ মার্চ) মোটরসাইকেলে নলতা শরীফের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বিকাল ৪টার দিকে কালীগঞ্জের স্টার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পাশের ওয়াশ সেন্টার থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে সড়কে উঠে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে সিটকে রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন আহছান হাবীব সুমন। দ্রুত তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর রাতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার পরস্থিতির অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার ভোর রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা আহছান হাবীব সুমন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *