দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত করতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই’: মুহাদ্দিস আব্দুল খালেক

দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্বমুক্ত করতে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই উল্লখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন,‘নামাজ রোজার মতোই জাকাত আদায় করা একটি ফরজ ইবাদত। একজন মুসলমান হিসেবে নামাজ ও রোজার ফরজ বিধানকে আমরা সঠিকভাবে পালন করলেও তা আদায়ের ক্ষেত্রে আমাদের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। জাকাত সম্পদের পবিত্রতা ও পরিশুদ্ধি অর্জন করার সর্বোত্তমপন্থা।’

শনিবার (০৮ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগরস্থ লেকভিউ তুফান কনভেনশন সেন্টারে ‘সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমাদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখা এ সেমিনারের আয়োজন করে।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘পবিত্র কোরআনে যেখানে আল্লাহর পক্ষ থেকে নামাজের কথা বলা হয়েছে, সঙ্গে সঙ্গেই জাকাতের কথাও সেখানে বলা হয়েছে। পবিত্র কোরআনে জাকাত প্রদানের ৮টি খাত রয়েছে। সুতরাং সম্পদশালী ব্যক্তিকে ঈমানদার হতে গেলে অবশ্যই তার সম্পদের যথাযথ হিসাব করে নির্ধারিত জাকাত দিতে হবে। জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যেই আর্ত-মানবতার অর্থনৈতিক মুক্তি রয়েছে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জাকাতভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।’

দলটির দলটির জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সেমিনারে যাকাতের উপর মূল প্রবন্ধ পাঠ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী প্রভাষক, ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান, ফখরুল হাসান লাভলু, ব্যাংকর, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *