মণিরামপুরে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার, চক্রের ৫ জন আটক

যশোরের মণিরামপুরে চালককে জখম করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার হয়েছে।

আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার মিরেরডাঙ্গা গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে মজিবর রহমান (৬০), ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর পশ্চিমপাড়ার মৃত জবেদ আলীর ছেলে নূরনবী (৪৫), একই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ইমাদুল মীর টাইগার (৬৫), কাশিপুর রেলগেট এলাকার মৃত হোসেন আলীর ছেলে মিঠু (৩৩) ও কাশিপুর পশ্চিমপাড়ার মৃত মিকাইল হোসেনের ছেলে বাবু (৪২)।

পুলিশ সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভ্যানচালক নুরুল ইসলাম মোল্যা (৬৬) যাত্রী ইসহাক আলীকে নিয়ে মণিরামপুর পৌরসভার গরুহাটা মোড় থেকে দেবীদাসপুর গ্রামের সুইচগেটের উদ্দেশ্যে রওনা দেন। রাত ১টা ৩৫ মিনিটের দিকে হাকোবা গ্রামস্থ ডিপের মোড়ে পৌঁছালে ৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে এবং ভ্যানের চাবি কেড়ে নেয়। তিনি ভ্যান দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা নুরুল ইসলাম মোল্যাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় যাত্রী ইসহাক আলী তাকে বাঁচাতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। পরে সন্ত্রাসীরা ভ্যান ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।

এরপর পুলিশের একটি দল যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং শনিবার ভোরে বিভিন্ন স্থান থেকে ৫ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো স্থান থেকে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, আসামিরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য এবং ছিনতাই হওয়া ভ্যানটি আটক বাবুর কাছে বিক্রি করে দেয়। তার হেফাজত থেকে উদ্ধার হয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *