ঝাউডাঙ্গায় গাঁজা আস্তানায় ইয়াং মুসলিম জেনারেশনের হানা

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড গোবিন্দকাটি গ্রামের একটি মাঠের ধারে গাঁজাখোরদের আস্তানায় হানা দিয়েছে ইয়াং মুসলিম জেনারেশন।
আজ শনিবার (৮ মার্চ) রাত ৮:৩০ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় স্পটে গাঁজা খাওয়া অবস্থায় গাঁজা ও খাওয়ার সরঞ্জাম সহ ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। তারা আর গাঁজা না খাওয়ার প্রতিশ্রুতিতে ছেড়ে দেওয়া হয় এবং গাঁজা সহ সরঞ্জামগুলো ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশনের মাদক নির্মূল টিম নষ্ট করে দেয়।
বি:দ্রঃ- ইয়াং মুসলিম জেনারেশন একটি সামাজিক সংগঠণ। যাহা ঝাউডাঙ্গা সহ অত্র এলাকার মধ্যে মাদক নির্মুলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
