কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

কলারোয়ায় সারা বিশ্বের ন্যায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। “অধিকার ,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”এই শ্লোগান কে সমনে রেখে ৮ মার্চ কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টার সময় মহিলা বিষয়ক অধিদপ্তর কলারোয়ার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম। আলোচনা সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নুরুন নাহার । তিনি তার বক্তব্যে বলেন নারীরা মায়ের জাত নারীদের সম্মান করতে হবে এবং তাদের বিভিন্ন কর্ম ক্ষেত্রে সামনের দিকে এগিযে যেতে হবে। কলারোযায় নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হ”েছ। নারী দিবসে সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন, অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন সর্ব ক্ষেত্রে নারীদের ভুমিকা রাখতে হবে আমরা কন্যা সন্তান কে অবহেলা না করে তাদের প্রতিষ্ঠা করার মন মানুষিকতা তৈরী করতে হবে। এ সময় আরো বক্তব্য রাখেন কলােেরায়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন । তিনি তার বক্তব্যে বলেন ,আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো, তিনি নারীদের বিভিন্ন বিষয় পড়া শুনার প্রতি গুরুত্ব আরোপ করেন।
আন্তর্জাতিক নারী দিবসে আরো বক্তব্য রাখেন সাজেদা নারী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মর্কতা লতিফা আক্তার, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মোস্তাক আহম্মেদ, কলারোয়া থানার এস আই সজীব, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমন এ সাজেদ, মোঃ জুলফিকারুজ্জামান জিল্লু, মোঃ আরশাফ আলী, শাহানাজ পারভীন প্রমুখ।
