শার্শায় ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার ১ নং ডিহি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১০) ই মার্চ বেলতা কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু এসময় তিনি বলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে ছাত্র-জনতার শহীদের রক্তে বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ, বিগত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করে, আমাদের কন্ঠ অবরুদ্ধ করে রেখেছিল, আমাদের ছাত্র সমাজ আজ আমাদের মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে, আজ পবিত্র রমজানের ইফতার পার্টিতে হাজির হতে পেরেছি। আমাদের নেতা আগামী দিনের ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল আয়োজন ও বাস্তবায়ন করার জোর তাগিদ দেন। এতে করে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ব বন্ধনে একে অপরের প্রতি আনুগত্য তৈরী হয়। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটে এই বার্তা ঘরে ঘরে পৌছে দিতে আজকের এই উদ্যোগ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্টু, উপজেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক সাইদুর জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুনতাসিম আজিম সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিয়াউল হাসান, উপজেলা মৎস্য বিষয়ক সম্পাদক সাবদার আলী, ৫ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব, ইউনিয়ন বিএনপির অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য আব্দুস সালাম, শার্শা দলিল লেখক বাবলুর রহমান, ছাত্রদলের সুজন মাহমুদ ও হিরু প্রমুখ।
