কলারোয়া নিউজ’ এর স্থানীয় কার্যালয় উদ্বোধন

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার নিউজ বিডি ডটকম’ ও এর আঞ্চলিক সংবাদ মাধ্যম ‘কলারোয়া নিউজ’ এর স্থানীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১২ মার্চ, ১১ রমজান) বিকেলে কলারোয়া হাসপাতাল রোডের মাস্টার লাল্টু মার্কেটে অবস্থিত নতুন অফিসে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

আওয়ার নিউজ বিডির সম্পাদক ও কলারোয়া নিউজের প্রকাশক আরিফ মাহমুদের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া নিউজের উপদেষ্টা ও উপজেলা দুপ্রক সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সিনিয়র সাংবাদিক কেএম আনিছুর রহমান, শিক্ষক মোঃ লালটু, কলারোয়া নিউজের পৃষ্ঠপোষক শেখ সেলিম হোসেন, সম্পাদক আবু রায়হান মিকাঈল, সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, সুজাউল হক, এসএম ফারুক হোসেন, তাফহিমুল ইসলাম, আলফাজ রহমান, রাসেল হোসেন, সানবিম করিম সিয়াম, সাজিদুল করিম তপু, সাব্বির হোসেন, সুমন হোসেন, হাবিবুর রহমান রনি, আজহারুল ইসলাম, তাসিন মাহমুদ, বিএম রিয়াদ প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও জহুরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া নিউজের সহ.সম্পাদক ও থানা মসজিদের খতিব আরবি প্রভাষক সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।

এর আগে কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ বিডি ডটকম এর স্থানীয় নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *