কলারোয়া বাজারে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযান

আজ ১৮ মার্চ ২০২৫ (মঙ্গলবার), দুপুর ৩টায় কলারোয়া উপজেলা ও কলারোয়া পৌর প্রশাসন এর সমন্বয়ে কলারোয়া বাজারে একটি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে কলারোয়া বাজার চৌরাস্তা মোড়ে ফল ব্যবসায়ী ওসমান গনী ও মুনছুর আলীকে ফুট পথের উপর দোকানের মালামাল রাখার দায়ে দুজনকেই পৃথক ভাবে ২,০০০/- (দুই হাজার) টাকা করে জরিমানা করা হয়। বাজারে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, ফুটপথের উপর দেকানের মালামাল রেখে জানযট সৃষ্টি করা সহ মাহে রমজানে বাজারের দ্রব্য মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন কলারোয়া পৌর হির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলারোয়া উপজেলা আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, সদস্য সচিব মোঃ ইব্রাহীম বিশ্বাস, মুখ্য সংগঠক মোঃ রোকনুজ্জামান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কলারোয়া উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন, কলারোয়া পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আল-আমিন হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শওকাত হোসেন, সেক্রেটারি মীর রফিকুল ইসলাম সহ কলারোয়া থানার একদল পুলিশ অফিসার। কলারোয়া উপজেলা ও পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *