যশোর বেনাপোল মহাসড়কে দূর্ঘটনায় বাবা মেয়ে সহ নিহত ৩, আহত ২

যশোর- বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সর ধাক্কায় বাবা মেয়েসহ ৩ ভ্যান যাত্রী নিহত ও ভ্যান চালক সহ আরও দুজন আহত হয়েছে।
বুধবার (১৯) শে মার্চ সকাল ৭ টার দিকে ঝিকরগাছার উপজেলার নবীবগর নামক মোল্লা ফিলিং স্টেশন এর সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বামনালি গ্রামের হাসান ইকবাল( ৩২) তার মেয়ে রত্না খাতুন( ১১), গদখালি জিয়ালা পাড়া গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০)। আহত দুজন হলেন নিহত ইকবাল হাসানের স্ত্রী হালিমা খাতুন (৩০) পানিসারা সৈয়দ পাড়ার ভ্যানচালক বাবলু হোসেন (৩৫)।
আহত দুজনেরই অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে যশোর ২৫০ হাজার বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ সড়ক দুর্ঘটনার ব্যাপারে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনূজ্জামান রোকন জানান, খবর পেয়ে দুর্ঘটনা স্থলে গিয়ে, আহতদেরকে দ্রুত উদ্ধার করে, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক মোরশেদ মুর্তজা চিকিৎসা শেষে ৩ জনকে মৃত ঘোষণা করেন ও অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনার স্বীকার ব্যক্তিরা সকালে ভ্যান যোগে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন, পথিমধ্যে নবীব নগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে, যশোর অভিমুকে ঢাকা মেট্রো ই(৭১ ৫১১৯) নাম্বারের দ্রুতগতির এ্যাম্বুলেন্সটি সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলই, ভ্যানযাত্রী ৩ জনই নিহত হন ও ভ্যানচালক সহ আরো দুজন গুরুতর আহত হন।
কারোর কোন অভিযোগ না থাকাই, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট লাশ তিনটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল প্রতিনিধি।
