ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ, ও মানববন্ধন করেছে, সাতক্ষীরা ইসলামী ছাত্রশিবির

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ, ও মানববন্ধন করেছেন সাতক্ষীরা ইসলামী ছাত্রশিবির ।

শুক্রবার(২১ শে মার্চ) বেলা ২টায় সাতক্ষীরা খুলনা রোড বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কর্মসূচি থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের দাবি এবং ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েল হামাস ও ফিলিস্তিনের ওপর যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্যের বিষফোড়া নয়, তারা গোটা বিশ্বের বিষফোড়া হিসেবে আবির্ভূত হয়েছে,তারা মানবতার শত্রু।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে সাতক্ষীরা ইসলামী ছাত্রশিবির এর সভাপতি বলেন ‘কিছু দিন আগে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। কিন্তু সেই যুদ্ধবিরতি উপেক্ষা করে হামাস ও ফিলিস্তিনের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

কর্মসূচি সঞ্চালনা করেন সাতক্ষীরা ইসলামী ছাত্রশিবির । এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের, সাতক্ষীরা শহরের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *