প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলারোয়াতে এই প্রথম শেফা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টার

ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রাথমিক উদ্বোধন

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলারোয়াতে এই প্রথম শেফা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারের আয়োজনে এক ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (২৩ মার্চ) কলারোয়া হাসপাতাল সংলগ্ন জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের সামনে শেফা ডায়াগনস্টিক এ্যান্ড কনসালটেশন সেন্টারে ওই ইফতার ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটি সত্বাধিকারী দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শফিকুল ইসলাম।

ওই ইফতার মাহফিলে বেশ কয়েকজন কোরআনে হাফেজ পড়ুয়া শিশু শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের আশাশুনি বিভাগীয় অফিসের কর্মকর্তা শেখ ফারুক হোসেন, বিশিষ্ট চিকিৎসক ডা. মেহেরুল্লাহ, প্রধান শিক্ষক রুহুল আমিন, আলিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আজিজ আহম্মেদ, মুন্না প্যাথলোজির পরিচালক মাসুদ হোসেন, সাংবাদিক মোশাররফ হোসেন, জাকির হোসেন, মোজাফফর হোসেন পলাশ, মোর্তুজা হাসান, মোস্তফা হোসেন বাবলু, ফারুক রাজ, কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, প্রভাষক আরিফ মাহমুদ, জাহাঙ্গীর হোসেন, সানবীম করিম সিয়াম, এস এম সোহাগ হোসেনসহ শতাধিক রোজাদার ব্যক্তি।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *