কলারোয়ায় জামায়াতের পেশাজীবী বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৪ মার্চ বিকাল সাড়ে চারটায় কলারোয়া সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াতের অঙ্গসংগঠন পেশাজীবীদের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল , জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওমর আলী ও কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভালো মানুষ তৈরি করতেই এ রমজানের শিক্ষা। রমজানে বদরের যুদ্ধের শিক্ষা আমাদের পাথেয়।আসুন আমরা সকল অন্যায় পরিত্যাগ করে কুরআনের শিক্ষায় জীবন গড়তে হবে।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, কলারোয়া পৌর আমীর প্রভাষক ইউনুস আলী বাবু, প্রভাষক মশিউল আযম, নায়েবে আমীর পি ভি এফ প্রভাষক হাফিজুর রহমান, প্রভাষক শাহাজান কবীর,কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারী , সাবেক জাগরণী সাহিত্য সাংস্কৃতিক সংসদ পরিচালক শেখ কামরুল ইসলাম, মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রভাষক মহিদুর রহমান।
