আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে কলারোয়ায় বিক্ষোভ মিছিল

আওয়ামীলীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলারোয়া উপজেলা
বুধবার(২৬ মার্চ) সকালে কলারোয়া পাইলট হাইস্কুলের সামনে থেকে শুরু করে, কলারোয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে” ইত্যাদি শ্লোগানে মিছিলটি মুখরিত করে তুলেছিলেন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক মোঃ মেহেদী হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলারোয়া উপজেলা, সদস্য সচিব ইব্রাহীম বিশ্বাস,উপজেলা মুখপাত্র খালিদ সাইফুল্লাহ, সাতক্ষীরা জেলা সংগঠক কাতিবুর রহমান সহ সাধারণ শিক্ষার্থীরা ।
