দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, নিহত ১৮ জন

দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া। বুধবার (২৬ মার্চ) স্থানীয় সময় ভোর পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক স্থানে ছড়িয়ে পড়া আগুনে ১৮ জন প্রাণ হারিয়েছেন।
দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর হাজার হাজার কর্মী। সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, দেশটির রাষ্ট্রীয় সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্যানুসারে টানা ছয়দিন যাবৎ দাবানলের আগুন জ্বলতে থাকলেও তা এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি। এতে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে ১৮ জনে পৌঁছেছে। তীব্র ও শুষ্ক বাতাসের ফলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগুন থেকে পালানোর সময় গাড়ি উল্টে দগ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সড়কে আগুনে পোড়া একটি মৃতদেহ উদ্ধার করা হয়।
বুধবার সকালেও দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে দেশটির বনবিভাগ। বলেছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে হেলিকপ্টারটিতে শুধুমাত্র একজন পাইলট ছিলেন। তাকে উদ্ধারে প্রচেষ্টা চালালো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত শুক্রবার গভীর রাতে উত্তর গিয়ংসাং প্রদেশের সানচেওং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। এই অঞ্চলটি রাজধানী সিউল থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। পরে দ্রুত সময়ের মধ্যে সানচেওং এর পাশ্ববর্তী এলাকা উইসিওং, আন্দং, ইয়ংইয়াং এবং ইয়ংদেওক কাউন্টিকে দাবানলের আগুন ছড়িয়ে যায়।
