ব্রাদারহুড কলারোয়ার পক্ষ থেকে অসহায় বিধবাকে ছাগল প্রদান

আজ ৩০শে মার্চ , রবিবার সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের একজন অসহায় বিধবা নারী কে স্বাবলম্বী করার উদ্দেশ্যে ব্রাদারহুড কলারোয়ার জাকাত তহবিল থেকে একটি বকরী ছাগল প্রদান করা হয়েছে। এসময় ব্রাদারহুড কলারোয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাওলানা ইয়াসিন আলী, ডা. খালিদ সাইফুল্লাহ, বিএম আশরাফুল ইসলাম এবং বোয়ালিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব ফিরোজ আহমেদ।
সমাজের অসহায় এবং দরিদ্র বিধবার দারিদ্রতা লাঘব করে স্বাবলম্বী করার লক্ষ্যে ব্রাদারহুড কলারোয়া
সামাজিক সহায়তা প্রজেক্ট ১ এর মাধ্যমে সহায়তা হিসেবে একটি বকরি ছাগল প্রদান করা হয়।
রাদারহুড কলারোয়া এধরনের আরো আত্মসামাজিক মূলক কর্মকান্ড পরিচালনা করবেন বলে জানিয়েছেন সংস্থাটির নেতৃবৃন্দ।
