কলারোয়ায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রশিদের মতবিনিময়

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রশিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেন তিনি। এসময় মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দাখিল পরীক্ষার ব্যবস্থাপনার খোঁজ খবর নেন এবং সুষ্ঠভাবে ও নকলমুক্ত পরীক্ষা গ্রহনের জন্য সকলকে সহযোগিতা করার ও সতর্ক থাকার আহবান জানান।

মতবিনিময়কালে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং মাদ্রাসা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কেন্দ্র সচিব ও সুপার মোঃ সিরাজুল ইসলাম, আবু ইউসুফ, আঃ সাত্তার, আঃ আলতাফ হোসেন, আঃ মোনায়েম,মোঃ নুরুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, মোঃ মতিউর রহমান, মোঃ মুজিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল আঃ মালেক, সহ সুপার মোঃ আয়নুদ্দীন, মোঃ শফিউল আজম, সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান, মোঃ হুমায়ুন রেজা,মোঃ মনিরুজ্জামান ও শেখ শাহাজাহান আলী শাহিন।

উল্লেখ্য, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিস্ট্রার আঃ রশিদ কলারোয়া উপজেলার কামারালি গ্রামের কৃতি সন্তান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *