ঝিকরগাছার কুলবাড়ীয়া হাই স্কুল এডহক কমিটির সভাপতি হলেন এস এম মিজানুর

ঝিকরগাছার কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে এসএম মিজানুর রহমানকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মু. কামরুজ্জামানের সই করা কুলবাড়ীয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ এর আলোকে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক এরশাদ আলী সদস্য সচিব, গোলাম হুসাইন অভিভাবক প্রতিনিধি ও হাবিবুর রহমাকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

এস এম মিজানুর রহমান জানান, এ শিক্ষা প্রতিষ্ঠানে সেবা করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। রাজনৈতিক মুক্ত শিক্ষাঙ্গন,সুশৃঙ্খল পরিবেশ ও বিদ্যালয় উন্নয়নে কাজ করতে ভুমিকা রাখবো এই পরিচালনা পরিষদ কমিটি। তিনি যশোর শিক্ষা বোর্ডের সকল কর্মকতাদের কৃতঙ্গতা জানিয়ে সহযোগীতা কামনা করেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *