সাতক্ষীরা শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে
হজ্জ যাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হজ্জ যাত্রীদের সম্মানে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কামাল নগর তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ) কনফারেন্স রুমে এ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানরা আজিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ফখরুল হাসান লাভলু, মাওলানা মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি উপাধ্যক্ষক শহিদুল ইসলাম মুকুল হজ্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন,
“বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টা ও দিক নির্দেশনায় এবারে হজ্বের সার্বিক কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা দৃশ্যমান। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের সঠিক নজরদারিতে এবারে বাংলাদেশের হাজীদের সকল সুযোগ সুবিধার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। শুদ্ধভাবে হজ পালনের জন্য সম্মানিত হাজীদের সবধরণের প্রস্তুতি ও খুঁটিনাটি বিষয় জানা থাকতে হবে।”
তিনি হজ্ব নীতিমালা আরো সহজ ও হাজীবান্ধব করতে সরকারের প্রতি আহবান জানান।
