শাকদাহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন

কলারোয়ায় শাকদাহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠিত হয়েছে। গত ২রা মে শুক্রবার জুম্মার নামাজের আগে মসজিদের ইমাম ও মুসল্লিদের উপস্থিতে এ কমিটি গঠন করা হয়।
কলারোয়া উপজেলার শাকদাহ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় আলহাজ্ব মোঃ কামাল গাজী সভাপতি, মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলামকে কোষাধ্যক্ষ করে ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। এছাড়া ১১সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। তিন বছর মেয়াদে এই কমিটি গঠিত হয়েছে।
পেশ ইমাম মাওলানা ইলিয়াস হোসেন নবনির্বাচিত কমিটির সদস্যদের মিলে মিশে মসজিদ উন্নয়নে কাজ করার জন্য আহবান জানান। কমিটি গঠন শেষে মসজিদের মুসল্লিদের নিয়ে তিনি একটি দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
