শার্শায় পুলিশের অভিযানে স্বর্নের বার সহ আটক- ১

যশোরের শার্শায় ১০ পিচ স্বর্ণের বার সহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। রবিবার (৪ই) মে দুপুর ১২ টির সময় উপজেলার বাগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল থানার জনম টোপ গ্রামের শুনিল ঘোষের ছেলে।

পুলিশ জানাই, চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে, শার্শা থানার এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাগআচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে।

পরে আটকৃত ব্যক্তির শরীর তল্লাশি করে ১ কেজি একশত ৯২. ৬৯ গ্রাম ওজনের দশ পিস স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

যশোর সহকারি পুলিশ সুপার (নাভারন) সার্কেল নিশাত আল নাহিয়ান, প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, স্বর্ণের বার সহ শুভ ঘোষ নামে, এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটকৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *