কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ পালিত

”মান সম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই শ্লোগান কে সমনে রেখে
কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১০এপ্রিল) সকাল ১০ টার সময় কলারোয়া প্রাথমিক শিক্ষা মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার এইচ, এম, রোকনুজ্জামানের সভাপতিত্বে আলোচণা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ষ ইউ, আর,সি , ইন্সপেক্টর মোঃ আবু মুসা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মধুসুদন মন্ডল, মোঃ আসাদুল ইসলাম , কলারোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান রায়টা সবুজ বাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মুজিবর রহমান, পূর্ব বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আরশাদ আলী, পাঁচনল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস,এম,মফিজুল ইসলাম।

শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাষ্টার মোঃ তৌফিকুর রহমান ও গীতা পাঠ করেন মাষ্টার শ্রী অনুপ কুমার ঘোষ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *