শার্শার বাগআঁচড়ায় বিসিডিএসের মতবিনিময় ও আলোচনা সভা

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া শাখার উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১১ মে) সকাল ১০ টায় বাগআঁচড়া হাইস্কুল মার্কেটে সমিতির নিজস্ব ভবনে বিসিডিএসের এ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিসিডিএসের বাগআঁচড়া শাখার সভাপতি ইমরুল হাসান হিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএসের যশোর জেলা শাখার সভাপতি এম এ জামাল উদ্দীন বিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা শাখার সহ সভাপতি সিরাজুল ইসলাম ও শান্তি,সদস্য হেলাল উদ্দিন ও বাবলু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নাভারণ বিসিডিএস এর সহ সভাপতি নুরুল আমিন,সাধারণ সম্পাদক মহসিন রেজা,কোষাধ্যক্ষ জামাল উদ্দীন সহ বাগআঁচড়া বাজারের সকল ঔষধ ব্যবসায়ীবৃন্দ।
