শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা নৈশ প্রহরীর মৃত্যু

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান (৩০) নামে একজন নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৫) দুপুর ১২দিকে শার্শা উপজেলার লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হাসান লক্ষনপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের রফিউদ্দিনের ছেলে। সে লক্ষনপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরীর কাজ করতো।

মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসার নীচ তলার একটি শ্রেনী কক্ষে কয়েক দিন ধরে একটি সিলিং ফ্যান নষ্ট হয়ে রয়েছে। ওই সিলিং ফ্যানটি ঠিকঠাক করে লাগাতে যায়। এক পর্যায়ে বোর্ড থেকে সুইজ বন্ধ না করে ফ্যানের সাথে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তার স্পর্শে অসচেতনতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। এসময় শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

লক্ষনপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব তার মাদ্রাসার নৈশ প্রহরী রাকিব হাসান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *