দেবহাটা পারুলিয়া জামায়াতের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটার পারুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগ কর্তৃক আয়োজিত চারদলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।২৩মে (শুক্রবার) বিকাল ৫ ঘটিকায় পারুলিয়া গরুর হাট মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় ।উক্ত ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব সোহরাব হোসাইন, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি ইয়াসিন আরাফাত লিপু, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আল আমিন, পারুলিয়া ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ইয়াকুব শফিউল্লাহ, সেক্রেটারি রায়হান মাহমুদ, বায়তুলমাল সেক্রেটারি মহসিন আলী,সাহেব আলী সহ ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
