বাগআঁচড়ায় জামায়াতের অফিস উদ্বোধন ও আলোচনা সভা

শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল বাজার জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধায় সাতমাইল বাজার অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাও. হাবিবুল্লাহ বেলালীর সভাপতিত্বে ও সেক্রেটারি তবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাও. আজিজুর রহমান।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি আমরা। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম বর্বরতা চালাতে না পারে সেই জন্য আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের যশোর জেলা সহকারি সেক্রেটারি রিজাউল করিম ও শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান।
এ সময় অন্যন্যোর মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের বাগআঁচড়া শহর শাখার সভাপতি প্রফেসর ফজলুল হক,জামায়াত নেতা মাষ্টার নজরুল ইসলাম,মাষ্টার শাহাবুদ্দিন, নজরুল ইসলাম, নুরুল হুদা প্রমুখ।
