কালীগঞ্জে নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
২৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টায় তারালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসার হলরুমে আরবি প্রভাষক আকরাম হোসেনের পরিচালনায় ও অধ্যক্ষ আবু দাউদ আনসারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি ও অত্র মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা সাবেক আমীর মোঃ আব্দুল গফফার, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক অধ্যক্ষ আবু রাসেল আশকারী, কাজী আলাউদ্দিন কলেজের অধ্যক্ষ মোঃ আরিফ বিল্লাহ, তারালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা মোঃ লিয়াকত আলী, বাংলাদেশ জামায়াত ইসলামী তারালি ইউনিয়ন জামায়াতের আমীর জিএম আব্দুল ওয়াজেদ, মেম্বার মোঃ আশরাফ আলী, তারালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক হোসেন মধু সহ অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের মাদ্রাসার নব গঠিত কমিটির সভাপতি মাওঃ আজিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু দাউদ আনসারী।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *