জামায়াত নেতা এটিএম আজহারের বেকসুর খালাসে শুকরিয়া স্বরুপ
এক অসহায় দরিদ্র পরিবারের স্বাবলম্বী করতে ভ্যান প্রদান করলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাসের পর শুকরিয়া স্বরুপ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় সংগঠন। সে কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং হেলাতলা ইউনিয়ন শাখার উদ্যোগে এক অসহায় দরিদ্র পরিবারের স্বাবলম্বী করতে ভ্যান প্রদান করেছে ইউনিয়ন সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হজরত আলী, সেক্রেটারি মাওলানা মোঃ ইমামুল ইসলাম, ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব সরদার, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জাহিদ হাসান, শ্রমিক কল্যাণের সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন টিম সদস্য হযরত মাওলানা আকছেদ আলী ও আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
