শার্শায় ইউএসএ পিস্তল ও ম্যাগাজিন সহ আটক ২

যশোরের শার্শা সীমান্ত থেকে দুটি নাইম এম এম পিস্তল ও দুটি খালি ম্যাগাজিন সহ দু অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এই সময় তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বৃহস্পতিবার( ২৯ )শে মে রাতে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও ম্যাগাজিন সহ তাদেরকে আটক করা হয়।
আটক আসামিরা হলেন, উপজেলার পাচভূলোট গ্রামেল মৃত ইমামের ছেলে আব্দুল মজিদ (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইছা সরদার (৫০)।
খুলনা ২১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাচভূলোট বিওপি এলাকায় বসবাসরত এক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।
এমন সংবাদের ভিত্তিতে, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টারের নেতৃত্বে পচভূলোট বিওপির টহল দল, পাচভূলোট গ্রামের সর্দারপাড়ায় বসবাসকারী আব্দুল মজিদের বাড়িতে, অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়।
আটকৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙিনায় মাটির নিচে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায়, লুকায়িত একটি ৯ এমএম পিস্তল (ইউ এস এ ) ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে আটক আব্দুল মজিদের স্বীকারোক্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে, একই গ্রামের ইছা সরদার কে আটক করা হয় এবং তার গরু রাখা গোয়াল ঘর থেকে আরো একটি ৯ এমএম পিস্তল( ইউ এস এ) ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান আরো জোরালো করা হবে এবং তা অব্যাহত থাকবে।
