কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ

কলারোয়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে সকাল সাড়ে ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ করেন যথাক্রমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুল হক ও সহকারী শিক্ষক স্বপন কুমার দে। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইমদাদুল হক, আমজাদ হোসেন, নার্গিস খানম, রুনা লায়লা, নাছরিন আক্তার, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক শ্রেণির কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহ আলম।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *