শ্যামনগরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিচ ইয়াবা ও ৮০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার-২

শ্যামনগর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা সহ ০২ জন আসামী গ্রেফতার হয়েছে।
জনাব মোঃ হুমায়ূন করিব মোল্লা, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানার নেতৃত্বে ০৩/০৬/২০২৫ রাত্র ০০.৫৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোহাম্মদ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে শ্যামনগর থানাধীন দক্ষিন পশ্চিম আটুলিয়া গ্রামস্থ চুনার ব্রীজের উপর হইতে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ৮০ (আশি) গ্রাম গাঁজা সহ আসামী ১. মোঃ ইব্রাহিম (২৮), পিতা-মোঃ আবুল বাসার গাজী, গ্রাম-উত্তর গুমানতলী, ২. মোঃ আব্দুর রহিম (৩০), পিতা-আব্দুল মাজেদ সরদার, গ্রাম-আটুলিয়া, উভয় থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা’দ্বয়কে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শ্যামনগর থানার মামলা নং- ০৪/১৫৯, তারিখ-০৩ জুন, ২০২৫; ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ৩৬(১) সারণির ১০(ক)/১৯(ক) দায়ের করে আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
