ঝিকরগাছা বাঁকড়ায় ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যশোরের ঝিকরগাছার বাঁকড়ায় আন্তর্জাতিক মানের প্রথম আরবি,বাংলা ও ইংরেজি মিডিয়াম ইসলামিক স্কুল ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ জুন)সকালে ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি অডিটোরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি’র অধ্যক্ষ হাফেজ মাওলানা রেজাউল ইসলামেরর সভাপতিত্বে ও উপধ্যাক্ষ মাওলানা আল আমিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্কলার মাওলানা আহসান উল্লাহ জিহাদি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্কলার মাওলানা ইনামুল হাসান বিন নুর।
এ সময় বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মফিজুল ইসলাম,মাস্টার জয়নাল আবেদীন,
মাস্টার সামিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আহাদুল ইসলাম স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের উদ্দেশ্য হতে হবে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা একদিকে একাডেমিক উৎকর্ষতা এবং অন্যদিকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের ভবিষ্যত নির্মাণ করবে।এখানে আমরা শিক্ষার সাথে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে সমানভাবে গুরুত্ব দেব, যা আমাদের শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করবে।
ইশাল ইন্টারন্যাশনাল মডেল একাডেমি যশোরের বাঁকড়ায় প্রথম আরবি, বাংলা ও ইংরেজি মিডিয়াম ইসলামিক স্কুল।
এর আগে হেফজ বিভাগের মুহতামিম হাফেজ ইব্রাহিম খলিল এর কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর নাশিদ পরিবেশন করেন ইশাল কালচারাল একাডেমির শিল্পী বৃন্দ।
