শার্শায় অজ্ঞাত দূর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

যশোরের শার্শায় কথা কাটাকাটির জের ধরে সবুজ হোসেন (২২) নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় রাজু (২৩) নামে আরো এক যুবককে জখম করা হয়েছে।

বুধবার (৪ই) জুন রাত দশটার সময় উপজেলার নাভারণের পার্শ্ববর্তী খাজুড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত সবুজ হোসেন যাদবপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে, আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে।

পুলিশ জানাই, নিহত সবুজ, রাজু ও কালু তিনজন রাত দশটার দিকে খাজুরা থেকে বুরুজ বাগান গামী মাটির রাস্তা দিয়ে মাঠের দিকে যায়। পথিমধ্যে ফাকা জায়গাই পৌঁছনো মাত্রই অজ্ঞাত দূর্বৃত্রদের সাথে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে দূর্বৃত্তরা আতরকৃতভাবে সবুজ ও রাজু কে ছুরিকাঘাত করতে থাকে। রক্তাক্ত জখম করে।

এ সময় তাদের সাথে থাকা অপরজন কালু সেখান থেকে পালিয়ে দৌড়ে এসে, পাশে নেহা তেল পাম্পে এসে স্থানীয় লোকজনকে জানালে, তাৎক্ষণিক ভাবে লোকজন এসে, জখম অবস্থায় সবুজ ও রাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন ও রাজুর অবস্থা গুরুতর হওয়ায়, তাকে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চলছে। হত্যায় জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে বলে তিনি জানান।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *