কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্থানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্থানে ভোট কেন্দ্র ভিত্তিক নাগরিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২নং জালালাবাদ ইউনিয়নের নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ইউনিয়ন জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও মোঃ আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সৌদি আরব থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা কলারোয়ার গণমানুষের নেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাও: কামারুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার শওকাত আলী, সাবেক এডিশনাল এসপি হুমায়ুন কবির। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মুনায়েম, সাবেক আমীর মোঃ এরশাদ আলী, সেক্রেটারি হাফেজ ইরফান আলী প্রমুখ।
এদিকে ১০ নং কুশোডাংগা ইউনিয়ন শাখার উদ্দোগে পানিকাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আমীর মোঃ সাইফুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: মতিয়ার রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশন (দুদক) এর পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম
এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ, জামায়াত নেতা মাওলানা আহম্মদ আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা তৌহিদুর রহমান, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আমিনুর রহমান প্রমুখ।
কয়লা ইউনিয়নের আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা বিভাগের পরিচালক মু. মুরাদ হোসেন এর সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস। দারসুল কোরআন পেশ করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা সুলতানা ইবনে মুনির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সিরাজুল ইসলাম, জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আনিছুর রহমান পলাশ, যুব বিভাগের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন টিম সদস্য মোঃ সাইফুল্লাহ, নজরুল ইসলাম, বজলুর রহমান, ফারুক হোসেন, রুহুল আমিন, আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমূখ।
মাগরিবের নামাজের পরে বামনখালী মাধ্যমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি জাহিদ হাসান মিঠু, ইউনিয়ন আমির মোঃ কামরুজ্জামান, ন্যায়েবে আমির আব্দুল মান্নান, সেক্রেটারি মাষ্টার নজরুল ইসলাম, ইসলামি ব্যাংকের ম্যানেজার আব্দুর রকিব মিলন, জামায়াত নেতা ক্বারী রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী। হাফেজ শহিদুল্লাহসহ অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, “চাঁদাবাজ মুক্ত একটি কল্যাণরাষ্ট্র উপহার দিতে জামায়াত মনোনীত প্রার্থীকে আপনারা আগামী নির্বাচনে জয়যুক্ত করবেন। তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে, ইনশাআল্লাহ।”
