রেজওয়ান উল্লাহ

জালালাবাদে জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা ২নং জালালাবাদ ইউনিয়ন জামায়াতের ভোট কেন্দ্র ভিত্তিক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) মাগরিব নামাজের পর জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতের পেশাজীবি সহ-সভাপতি প্রভাষক মহিদুর রহমানের সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোনায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সম্মানিত আমির মাওলানা কামারুজ্জামান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী ও উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারী সাবেক চেয়ারম্যান মাষ্টার শওকাত আলী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পেশাজীবি নেতা কলেজ বিভাগের সভাপতি প্রভাষক মশিউল আজম,
মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ফারুকী,
জালালাবাদ ইউনিয়ন সেক্রেটারী হাফেজ এরফান, মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামের জন্য জীবন,সময় ও অর্থকে কুরবানি করতে হবে। ইসলামের জন্য সবসময় কাজ করে যেতে হবে বসে থাকলে হবে না।যে ভাবেই ইসলামের বিজয়ের জন্য কাজ করে যেতে হবে ঘরে বসে থাকলে হবে না।নেতা হতে এমন যে নেতা সৎ নামাজী ও ইমানদার হতে হবে যে নেতা কোন অন্যায় কাজে লিপ্ত হবে না, রাষ্ট্রের সম্পদ চুরি করবে না তেমন নেতা কে আপনার মূল্যবান ভোট দিবেন।
গত ১৭ বছরে আমরা ১৭ মিনিটের জন্যও পালায়নি।কিন্তু ফ্যাসিষ্টের পতন হওয়ার পর ১৭ মিনিট ও এলাকায় থাকতে পারিনি। আগামী নির্বাচনে ইসলাম পন্থীকে বিজয় করে এদেশে ইসলামকে বিজয় করার আহবান জানান।অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আহাম্মদ আলী।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *