সাতক্ষীরা যুবলীগের সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ ঢাকায় গ্রেপ্তার

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ- সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন— সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।
বুধবার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয় গ্রেপ্তারকৃত জিএম ওয়াহিদ পারভেজ।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির একটি চৌকস টিম।
সিটিটিসি সূত্রে জানা যায়, অত্র ইউনিটের আরএন্ডডি বিভাগের একটি টিম আজ বুধবার দুপুরে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা হতে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে। সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে বিকালে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা হতে আপনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন
তার বিরুদ্ধে সাতক্ষীরাতে ও কয়েকটি মামলা আছে।
