এপিএসএস স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে আজ দেশে ফিরলেন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ

কুয়ালালামপুর, মালয়েশিয়া | জুন ২০২৫ — মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পাইন সোসাইটি (APSS) এর স্পাইন কনফারেন্স ২০২৫-এ অংশগ্রহণ করে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ স্পাইন সার্জন ডা. মোঃ মাহমুদুল হাসান পলাশ। এই আন্তর্জাতিক মানের কনফারেন্সে অংশ নিয়ে তিনি স্পাইন সার্জারির আধুনিক প্রযুক্তি, ট্রেন্ড এবং বৈশ্বিক নেটওয়ার্কিং সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন।

ডা. পলাশ জানান, “এই কনফারেন্সে এসে বুঝেছি, আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে কাজ করতে হয়, কীভাবে একজন সার্জনকে নিজেকে বিশ্বমানে উপস্থাপন করতে হয়। এসব কিছুই হাতে-কলমে শিখিয়েছেন আমার প্রিয় শিক্ষক ও মেন্টর প্রফেসর ডা. শাহ আলম স্যার।”

তিনি আরও বলেন, “স্যার নিরলসভাবে কাজ করছেন বাংলাদেশের স্পাইন সার্জারির উন্নয়নে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের মতো নতুনদের প্রশিক্ষণের সুযোগ করে দিচ্ছেন। এমন একজন মানুষের কাছ থেকে শিখতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের।”

এই সম্মেলনে ডা. পলাশের দেখা হয়েছে বিশ্বের খ্যাতিমান অনেক স্পাইন সার্জনের সঙ্গে— তার মধ্যে রয়েছেন সিঙ্গাপুরের ডা. গ্যাব্রিয়েল লিও, দক্ষিণ কোরিয়ার ডা. ক্যাংটেক লিম, জাপানের ডা. আবুমি, থাইল্যান্ডের ডা. ওয়ানথিলেট, ভারতের ডা. বিশাল কুন্দানি, গুরুরাজ, অজয় সেঠি, রাজা শেখরন, পাকিস্তানের ডা. আরিফ খান, মালয়েশিয়ার ডা. কে এস সিবা, জাম জুড়ি এবং সিঙ্গাপুরের ডা. ওয়াং হি কিট সহ আরও অনেকে।

ডা. পলাশ বলেন, “পুরানো অনেক শিক্ষক ও বন্ধুর সাথে দেখা হয়েছে, আবার নতুন করেও পরিচিত হয়েছি অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে। এটি এক অপূর্ব অভিজ্ঞতা।”

শেষে তিনি দেশবাসীর প্রতি দোয়া কামনা করে বলেন, “আমরা চাই প্রফেসর শাহ আলম স্যারের দেখানো পথে চলতে। যেন একদিন বাংলাদেশের স্পাইন সার্জারিকে আন্তর্জাতিক পর্যায়ে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি।”



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *