যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলীসহ নিহত ৩

যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলীসহ ৩ জন নিহত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলের নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার বাসিন্দা মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও নির্মাণ শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা নুরু। তবে তাদের পুরো ঠিকানা এখনো জানা যায়নি।
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার বাসিন্দা ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, তাদের এলাকার ইকবাল মঞ্জিলটি ৬ তলা ভবন। এর একপাশ নির্মাণ শেষ হলেও অন্যপাশ অর্থাৎ পশ্চিমপ্রান্ত নির্মাণাধীন। ওই ভবনের ৫ তলার কার্নিশ ভেঙে ৩ জন নিহত হয়েছে।
ভবনের শ্রমিক মুজিবর রহমান বলেন, মঙ্গলবার সকালে তারা পঞ্চমতলার পশ্চিমাংশে নির্মাণকাজ করছিলেন। এ সময় ভবনটির নির্মাণাধীন কার্নিশ ভেঙে ৩ জন নিচে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ৩ জনকেই মৃত বলে ঘোষণা করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, নিহত ৩ জনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
