কলারোয়াতে শহীদের স্মরণে দুঃস্থ ও এতিমদের মাঝে জামায়াতের খাবার বিতরণ

সাতক্ষীরার কলারোয়াতে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে জামায়াতে ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) জুমার নামাজ শেষে কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারী মাও. শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত নেতা মোঃ আতিয়ার রহমান প্রমুখ।

সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত শেষে দরিদ্র, অসহায়, দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা আমীরসহ নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *