৭দফা দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে -অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ্

আগামী ১৯ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে ঢাকায় জনস্রোত তৈরি হবে বলে মন্তব্য করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য তালা কলারোয়া জামায়াত ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। ৭দফা দাবি আদায়ে সকলকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

 

মঙ্গলবার (৮ জুলাই) বাদ মাগরিব ৮নং কেরালকাতা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদসহ ৭দফা দাবি নিয়ে এই জাতীয় সমাবেশে ২০ লক্ষাধিক মানুষের ঢল নামবে।”

 

ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আজিজুল হকের সভাপতি কে ও সেক্রেটারি মাওলানা ইয়াসিন আরাফাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ কামারুজ্জামান, জামায়াত সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব হুমায়ুন কবিরসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked as *